আমাদের স্বপ্ন

আমরা আশা করি, আমাদের এই স্বপ্নগুলো সত্য হবে। তাই আমরা আমাদের এই কোম্পানির নাম রেখেছি "আমাদের"।

আমাদের লক্ষ্য

আমরা সকলে মিলে একটি মজার ও আনন্দময় কোম্পানি গড়তে চাই।

আমরা বাংলাদেশী লোকজনের সাথে মিশতে,গল্প-গুজব করতে, খাওয়া-দাওয়া করতে, খেলাধুলা করতে ভালবাসি। আমরা অন্যান্য মানুষদের সাথে সময় কাটানো উপভোগ করি এবং তাদের উপযুক্ত মূল্যায়ণ করি। আমরা আমাদের এই সমৃদ্ধিশালী ঐতিহ্যকে যথাযথ ভাবে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে চাই।

আমরা একটি আনন্দ-ঘন এবং উৎসব-মুখোর কোম্পানি গড়তে চাই,যেখানে সকলেই তাদের গ্রাহক,ফ্যামিলি,বন্ধু-বান্ধব ও অন্য আর সকলের সাথে কাজ করতে এবং অবসর উপভোগ করতে পারবে। আমাদের কাজের উদ্দীপনার ধারক হল "কোন চ্যালেঞ্জ নাই তো কোন মজাও নাই"। আমরা চ্যালেঞ্জ গ্রহনের মাধ্যমে সব সময় মজার মধ্যে থাকতে চাই।

এমন কাজ করা যা গ্রাহকের কাছে গ্রহনযোগ্য ও প্রশংসিত

আমাদের ভবিষ্যত পরিকল্পনা এমন কিছু কাজ করা যাতে প্রতিটি গ্রাহক আমাদের প্রতি পুরোপুরি আস্থা ও বিশ্বাস রাখতে পারে,যা আমাদের ও গ্রাহকের মধ্যে একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন তৈরী করবে এবং "আমাদের" এই কোম্পানিকে একটি মজাদার কোম্পানি হিসেবে আত্নপ্রকাশে সহায়তা করবে।

এজন্য আমাদের প্রথম পদক্ষেপ হল,গ্রাহককে সম্পুর্ণভাবে জানতে ও বুঝতে পারা। আমরা গ্রাহকের কর্মক্ষেত্রের পাশাপাশি তার বর্তমান এবং ভবিষ্যৎ প্রয়োজনটা একত্রেs ভাবতে চাই। অমরা গ্রাহকের স্বরূপ,প্রকৃতি ও ইচ্ছা অনুযায়ী ডিজাইনের মধ্যমে সকল কার্য সম্পাদনে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সবার আগে গ্রাহকের ইচ্ছা ও পছন্দকে প্রাধান্য দেই এবং তাদের প্রয়োজন উপলদ্ধি করার পাশাপাশি বাস্তব রূপদানে সহায়তা করি যেন তারা নিজেরা নিজেদের কথাগুলো প্রকাশ করতে পারে।

আমাদের কাজ

১.কনটেন্টঃ

আমাদের একজন গ্রাহক যা বলতে চায় তা সবসময় ঐ গ্রাহকের কাস্টমারের পছন্দ ও দরকার অনুযায়ী নাও হতে পারে। আমরা এমন ধরনের গ্রাহক নিয়ে কাজ করতে সক্ষম যা ঐ গ্রাহকের কাস্টমারের জন্য যথোপযুক্ত।

২. ডিজাজইন ও ব্যাবহার উপযোগিতা

আমাদের তৈরি করা কাজগুলোর ডিজাইন এত সহজ ও সাবলীলভাবে করা,যে আমাদের গ্রাহক যা প্রকাশ করতে চায় তা তার কাস্টমারের কাছে সহজবোধ্য ও প্রয়োজন অনুযায়ী যথোপযুক্ত। আমরা সবসময় নির্ভরযোগ্য ও স্বতন্ত্র কাজের ধারা অনুসরণ করি।

৩.মজা আর আনন্দ-উদ্দীপনাঃ

আমাদের বাংলাদেশী সুস্বাদু খাবার যে-ভাবে নানা মসলা দিয়ে পূর্ণতা পায়,তেমনি ভাবে আমাদের মজাদার কাজ তার পূর্ণতা পায় আনন্দ-উত্তেজনাময় উপকরণের মাধ্যমে।